Magical aroma for love (সুগন্ধী বশীকরণ) – Third Eye Radiation (ত্রাটক)

বশীকরণ সুগন্ধী প্রয়োগঃ

কাউকে বশীকরণের জন্য বশীকরণ গন্ধও প্রাচীন কাল হতেই ব্যবহৃত হয়ে আসছে। আমরা জানী সুগন্ধ এমনিতেই অন্যকে আকৃষ্ট করে, বিজ্ঞান বলে পুরুষের শরীরের এক ধরনের গন্ধই বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করার জন্য বিশেষ ভাবে দায়ি, তবে এক জনের গন্ধ সকলকেই আকৃষ্ট করবে এমন কিন্তু নয়। আমরা আজ যে বশীকরণ গন্ধ তৈরীর কথা বলছি সেটি একই সংগে এক ধরণের সুগন্ধ সেই সাথে আপনার নির্দিষ্ট ব্যক্তিকে আকৃষ্ট করার জন্য অতি গুরুত্বপূর্ণ কাজ করবে। এটি তৈরীর প্রকৃয়া নিম্নরুপ-
বশীকরণ গন্ধ বাবার জন্য চামেলি, গোলাপ, মোগরা ইত্যাদি যে কোনও সুগন্ধি ফুলের গন্ধ ব্যবহার করা যায়। এরপর সুরা মুজাম্মিল ১১ বার জোরে তেলাওয়াত করবে, এবার ১১ বার যে কোনও দরুদ শরীফ জোরে পাঠ করবে এবং সেই সুগন্ধিতে ফুঁ দিবে। এই ভাবেই প্রেমের জন্য সুগন্ধি তৈরী হবে, এবার এই গন্ধ শরীরে মেখে বা অন্য কিছুতে করে যাকে শুকতে দিবে সেই বশিভুত হবে।
(কেন, কখন, কাকে, কোথায় ও কিভাবে করবেন?)